নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাব্বির আহম্মেদ নামের এক মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগে শিক্ষকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে রসুলবাগ মাঝিপাড়া রওজাতুল উলম মাদ্রাসার তিন শিক্ষক ও চার ছাত্রকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার রাতে তাদের মাদ্রাসা থেকে আটক করেছিল পুলিশ।
গ্রেপ্তার তিন শিক্ষক হলেন শওকত হোসেন সুমন, জুবায়ের আহমেদ ও আব্দুল আজিজ। গ্রেপ্তার চার শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিউজবাংলাকে জানান, ছাব্বির রূপগঞ্জের বরপা এলাকার জামাল হোসেনের ছেলে। সে ওই মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসাটির এক শিক্ষক তার বাবাকে ফোন করে জানান, সাব্বির গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
ওসি আরও জানান, ওই শিক্ষার্থীর বাবা পরে মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলে সন্তানের মরদেহ বাড়িতে নিয়ে যান। মরদেহটি গোসল করানোর সময় আঘাতের চিহ্ন দেখে তার সন্দেহ হয়। দাফন শেষে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় জানালে পুলিশ ওই শিক্ষক ও ছাত্রদের আটক করে।
সাব্বিরকে হত্যার অভিযোগে শুক্রবার দুপুরে মামলা করেছেন সাব্বিরের বাবা।
ওসি জানান, এ মামলায় শিক্ষকসহ ওই সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে তাদের রিমান্ড চাওয়া হবে।