চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি মাইক্রোবাসের চাপায় এক নারী নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারো আউলিয়া এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মংকরই ত্রিপুরা। তিনি বারো আউলিয়া জুম্মা পাড়া এলাকার বাসিন্দা ও পদ্ম ত্রিপুরার স্ত্রী।
বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নিউজবাংলাকে জানান, শুক্রবার সকালে শিবচতুর্দশী মেলায় যাওয়ার পথে বারো আউলিয়া এলাকায় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
মাইক্রোবাসটি জব্দ করে একজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তি চালক নাকি চালকের সহকারী তা নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।