সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন।
হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোদেজা বেগম বগুড়ার শেরপুর উপজেলার খাগার আরসোন পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী নিউজবাংলাকে জানান, বগুড়াগামী ট্রাকে করে খোদেজাসহ কয়েকজন ঢাকা থেকে ফিরছিলেন। হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছালে ট্রাকের চাকায় সমস্যা দেখা দেয়। ট্রাকটি মেরামত করার জন্য রাস্তার পাশে দাঁড়ায়।
তখন খোদেজা ট্রাক থেকে নেমে রাস্তা পার হতে যান। এ সময় আরেকটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।