পঞ্চগড়ে এক্সকাভেটরবাহী ট্রাক্টর উল্টে দুই যানের চালকই নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক্টরের হেলপার।
পঞ্চগড় শহরের আটোয়ারী-পঞ্চগড় সড়কের কমলাপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুক্তারুল ও আব্দুর রহমান। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক কাইয়ুম আলী ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, ট্রাক্টরটি এক্সকাভেটর নিয়ে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে সদরে ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এর নিচে চাপা পড়েন ট্রাক্টর ও এক্সকাভেটরের চালক।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে ট্রাক্টরের নিচ থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় পাওয়া যায় ট্রাক্টরের হেলপার সুকুমার চন্দ্র রায়কে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।