বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুজিববর্ষে সাইক্লিং প্রতিযোগিতা

  •    
  • ১২ মার্চ, ২০২১ ০১:০৭

সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘এমন একটা সময় ছিল এই হাওরে রিকশা তো দূরের কথা বাইসাইকেল নিয়েও চলার সুযোগ ছিল না। বর্তমানে হাওর এলাকায় ব্যাপক উন্নয়ন হওয়ায় এই দৃষ্টিনন্দন সড়কে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে স্কুল সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম মহাসড়কের মিঠামইন জিরো পয়েন্টে শুরু হওয়া প্রতিযোগিতা চলে বিকাল ৩টা পর্যন্ত। এতে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোণার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১২ জন প্রতিযোগী অংশ নেন।

নির্ধারিত ১৫ কিলোমিটার পর্যন্ত সাইক্লিং প্রতিযোগিতা শেষে ফল ঘোষণা করা হয়। বিভিন্ন বিভাগে বিজয়ীদের একটি করে দুরন্ত বাইসাইকেল দেয়া হয়।

প্রতিযোগিতায় বালক বিভাগে দুই কিলোমিটার দূরত্বে প্রথম স্থান অধিকার করেছেন ময়মনসিংহের বিল্লাল হোসেন, দ্বিতীয় কিশোরগঞ্জের নাফিজ মাহমুদ নিরব ও তৃতীয় ঢাকা বিকেএসপির প্রবাহ।

বালিকা বিভাগে দুই কিলোমিটার দূরত্বে প্রথম হয়েছেন জামালপুরের সৌরভী আকন্দ প্রীতি, দ্বিতীয় ময়মনসিংহের জাকিয়া আক্তার ও তৃতীয় কিশোরগঞ্জের বৃষ্টি।

বালক বিভাগে নির্ধারিত পাঁচ কিলোমিটার দূরত্বে প্রথম হয়েছেন নেত্রকোণার ইসতেহাক মাহমুদ সিয়াম, দ্বিতীয় কিশোরগঞ্জের প্রিতম রায় ও তৃতীয় কিশোরগঞ্জের সাজিদ মোহাইমিন ইবন।

পাঁচ কিলোমিটার দূরত্বে বালিকা বিভাগে প্রথম হয়েছেন কিশোরগঞ্জের ঝুমা, দ্বিতীয় নেত্রকোণার সানজিতা বসু ও তৃতীয় কিশোরগঞ্জের শাপলা আক্তার।

বালক বিভাগে নির্ধারিত ১৫ কিলোমিটার দূরত্বে প্রথম হয়েছেন কিশোরগঞ্জের জাবিরুল ইসলাম, দ্বিতীয় ময়মনসিংহের রুহুল আমিন ও তৃতীয় কিশোরগঞ্জের ইয়াসিন আরাফাত।

বালিকা বিভাগে ১০ কিলোমিটার দূরত্বে প্রথম হয়েছেন জামালপুরের তানজিনা খানম তাসমী, দ্বিতীয় নেত্রকোণার সানজিদা আক্তার পাপড়ী ও তৃতীয় হয়েছেন কিশোরগঞ্জের মাধবী আক্তার।

বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিযোগিতাটির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ‘এমন একটা সময় ছিল এই হাওরে রিকশা তো দূরের কথা বাইসাইকেল নিয়েও চলার সুযোগ ছিল না। বর্তমানে হাওর এলাকায় ব্যাপক উন্নয়ন হওয়ায় এই দৃষ্টিনন্দন সড়কে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।’

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমীন সবুজ, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনজীবি শরীফ কামাল ও সাইক্লিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

এ বিভাগের আরো খবর