নরসিংদীর পলাশ উপজেলায় তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘোড়াশাল পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের একজনের বাড়ি ঘোড়াশালে, আরেকজনের ফরিদপুরের নগরকান্দায়।
স্থানীয় লোকজন জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে শৌচাগার থেকে ঘরে ঢোকার সময় তাকে জোর করে পাশের বাড়ি নিয়ে যান তিন যুবক। সেখানে একজন তাকে ধর্ষণ এবং আরেকজন ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে তারা তিনজন পালিয়ে যান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর সহযোগিতায় পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মীর সোহেল রানা দুইজনকে আটক করেন।
থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন জানান, ধর্ষণের অভিযোগ এনে ওই তরুণী বৃহস্পতিবার দুপুরে তিনজনের নামে মামলা করেন। মামলায় আটক দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয় আদালতে। আদালত এই রিমান্ড আবেদনের শুনানির জন্য রোববার তারিখ রেখে তাদের কারাগারে পাঠিয়েছে।
মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি নাসির।