কুমিল্লার গৌরীপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন দাউদকান্দি থানার উপপরিদর্শক মোস্তফা কামাল।
নিউজবাংলাকে তিনি বলেন, বাসের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত। পরে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে দ্রুত তা ছড়িয়ে পড়ে। দগ্ধদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহীনুর আলম সুমন জানান, দগ্ধদের মধ্য নয় জনের অবস্থা গুরুতর। তারা হলেন মামুন, গোলাম হোসেন, হালিমা খাতুন, ফারুক, মইন উদ্দিন, বিশ্বনাথ, বিল্পব সরকার, সামছুন্নাহার, তাহিয়া, তাসনিয়া, আবদুর রহিম, সৈয়দ রাসেল মীর এবং তাহমীনা। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে হালিম, রাজিব, রিয়াদ, জেরিন, সানজেনা, শাহিনূর, রুহুল আমিন, রওশন আরা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
নিহত সাড়ে চার বছর বয়সী সাফিন দাউদকান্দির দলুয়াকান্দি উপজেলার সাইফুল ইসলামের ছেলে এবং রফিকুল ইসলামের বাড়ি ওই জেলার তিনপাড়া এলাকায়।