ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি যাত্রীবাহী বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে আহত হয়েছেন পাঁচ যাত্রী।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বালুয়াকান্দি রংধনু ফিলিং স্টেশনের সামনে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন জানান, বাসের সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে পাইপে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে বাসে আগুন ধরে যায়। এ সময় দ্রুত বাসের জানালা ও দরজা দিয়ে নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হন।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, আহত পাঁচজনের মধ্যে দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি তিনজনকে স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।