বগুড়ার ধুনট উপজেলা সদরের মুজিব চত্বর এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা মুজিব চত্বর ও তার আশপাশের ৪০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে বলে নিউজবাংলাকে জানিয়েছেন তিনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধুনট শহরের মুজিব চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ আহ্বান করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। একই সময় একই জায়গায় পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল খন্দকার পাল্টা বিক্ষোভ সমাবেশ আহ্বান করেন। একে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বেলা পৌনে ১১টা পর্যন্ত ছাত্রলীগের কোনো পক্ষই মুজিব চত্বরে আসেনি।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুজিব চত্বর এলাকায় ৭টি ককটেল বিস্ফোরিত হয়। পরে মধ্যরাতেই ইউএনওর আদেশে শহর এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা ঘোষণা করা হয়। বৃহস্পতিবার মুজিব চত্বর ও তার আশপাশের এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিটিং, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
ওসি কৃপা সিন্ধু আরও জানান, যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে মুজিব চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।