বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্ত্র মামলায় দুইজনের দণ্ড

  •    
  • ১১ মার্চ, ২০২১ ১৭:৪৩

২০১৫ সালে চান্দগাঁও থানার একটি অস্ত্র মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সাত আসামির মধ্যে দুইজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। এদের মধ্যে মো. ইদ্রিসকে ১০ বছর ও ইকবালকে সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁওতে অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ দণ্ডাদেশ দেয়।

দণ্ড পাওয়া আসামিরা হলেন- চান্দগাঁও থানার পশ্চিম ফরিদা পাড়া ঝর্ণা কলোনির মো. ইদ্রিস ও হাটহাজারীর পূর্বধলা মুরাদ তালুকদার বাড়ির ইকবাল প্রকাশ সুমন। রায় ঘোষণার সময় ইদ্রিস আদালতে উপস্থিত থাকলেও ইকবাল পলাতক রয়েছেন।

আদালত বেঞ্চ সহকারী মো. ফুয়াদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নোমান চৌধুরী জানান, ২০১৫ সালে চান্দগাঁও থানার একটি অস্ত্র মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সাত আসামির মধ্যে দুইজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। এদের মধ্যে মো. ইদ্রিসকে ১০ বছর ও ইকবালকে সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর মধ্যরাত ৩টার দিকে বহদ্দারহাট কাঁচাবাজার সড়কের ইব্রাহিম হাজি ও নাজির বাড়ির সামনে একদল ডাকাত জড়ো হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাছিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতদল। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মো. ইদ্রিস ও ইকবালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও দা উদ্ধার করা হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় এসআই গোলাম মোহাম্মদ নাছির বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন।

এ বিভাগের আরো খবর