হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলার মনতলা বাজারে এ অভিযান পরিচালনা করে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
তিনি জানান, সকালে মনতলা বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করায় প্রিয় ফুড বেকারিকে ১৫ হাজার টাকা, অবৈধভাবে দাহ্য পদার্থ রাস্তায় রাখার অপরাধে মেসার্স কাসেম ট্রেডার্সকে ৩ হাজার টাকা, বিজ্ঞাপনের উদ্দেশ্যে তামাকজাত দ্রব্য প্রদর্শন করায় রশিদ ভ্যারাইটিজ স্টোরকে ৫০০ টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় সংকর স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সংবাদ পেয়ে অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে যান বলেও জানান তিনি।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মাধবপুর থানা পুলিশের একটি দল।