ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি ইটভাটার মাটির স্তূপ থেকে কষ্টিপাথরের ভাঙা মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বাচোর মহেশপুরে জে এম কে ব্রিকস ফিল্ড থেকে বুধবার রাত সাড়ে আটটার দিকে পাঁচ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল নিউজবাংলাকে জানান, উপজেলার বাজে বাকসা গ্রামে ভেকু দিয়ে একটি পুকুর খোঁড়া হয়। সেই মাটি ইটভাটায় বিক্রি করা হয়। স্তূপ থেকে মাটি নেয়ার সময় শ্রমিকরা ওই মূর্তিটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় আনেন।
প্রীতম সাহা বলেন, ‘আমরা ইটভাটা থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে যাই। এরপর এটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।’