বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, আটক ২

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ মার্চ, ২০২১ ০৯:৩৮

সগির মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন মোটরসাইকেলে অটোরিকশার পিছু নেয়। নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তারা অটোরিকশাসহ ছিনতাইকারীদের ধরে ফেলে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

নরসিংদী সদরে চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর পরপরই দুই ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন।

উপজেলার শিলামান্দী ইউনিয়নের ৫ নম্বর ব্রিজ এলাকায় বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন মাধবদীর আলগী এলাকার আল আমিন ও বালুসাইর এলাকার হামিদা আক্তার।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান নিউজবাংলাকে জানান, যাত্রীবেশে চার ছিনতাইকারী সগির মিয়ার অটোরিকশায় মাধবদী থেকে ফুলতলার দিকে যাচ্ছিল। ৫ নম্বর ব্রিজ এলাকায় তারা সগিরকে কুপিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এ সময় কয়েকজন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মোটরসাইকেলে অটোরিকশার পিছু নেয়।

পুলিশের এ কর্মকর্তা জানান, নতুন বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজন অটোরিকশাসহ ছিনতাইকারীদের ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়। তবে এর মাঝে দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

আহত অটোরিকশাচালক সগির মিয়া। ছবি: নিউজবাংলা

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় কুমার সাহা জানান, অটোরিকশার ওই চালকের বাম হাতে জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, ছিনতাইকারীদের সঙ্গে থাকা চাপাতি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর