ঢাকার সাভারে জাল দলিল করে অন্যের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাদের পাঠানো হয় কারাগারে।
এর আগে মঙ্গলবার দুপুরে আশুলিয়ার সাব-রেজিস্ট্রার অফিস থেকে তাদের আটক করা হয়। পরে তাদের নামে মামলা করা হয়।
ওই মামলায় গ্রেপ্তার দুজন হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সাদিপুর নয়াপাড়া এলাকার আবু সাঈদ ও তার স্ত্রী মোছা. শামীমা। তারা আশুলিয়ার কুরগাঁও টাটিবাড়ী এলাকায় বসবাস করেন।
আশুলিয়ার সাব-রেজিস্ট্রার রেজাউল করিম নিউজবাংলাকে জানান, মঙ্গলবার দুপুরে আবু সাইদ ও শামীমা সেনওয়ালিয়া মৌজার একটি জমির দলিল করার জন্য তাদের কাছে আসেন। এমন সময় দাতার নাম জানতে চাইলে তারা দলিলে উল্লেখিত নাম-ঠিকানা না বলে অন্য নাম বলেন। সন্দেহ হলে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করে দেখা যায় জমিটি আত্মসাৎ করার উদ্দেশে জমির ভুয়া দলিল করতে আসছেন তারা। তাদের আটক করে পুলিশে খবর দেয়া হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার বলেন, দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।