মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সেই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মুখ্য বিচারিক হাকিম এসএম আব্দুস সালাম বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
সাজা পাওয়া ব্যক্তি আব্বাস উদ্দীন গাংনী উপজেলার গরিবপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষে আইনজীবী ছিলেন কাজী শহীদ। এ রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান জানান, তারা হাইকোর্টে আপিল করবেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে , ২০১৮ সালের ২২ অক্টোবর আব্বাসের বাসার মুরগির ঘর থেকে বামন্দী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মকবুল হোসেন ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং আব্বাসকে গ্রেপ্তার করেন।
১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করে আদালত।