খুলনা নগরীতে যৌতুক চেয়ে স্ত্রী নির্যাতনের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক নাহিদ হাসান মৃধার বিরুদ্ধে মামলা হয়েছে।
নাহিদের স্ত্রী মঙ্গলবার রাতে খালিশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় মামলা করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।
মামলায় তিনি জানান, ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি সাড়ে ৩ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে ৭ লাখ টাকা দেয়া হয় নাহিদকে। তারপরও যৌতুক চেয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
ওই নারীর অভিযোগ, জমি কেনার জন্য ১৪ লাখ টাকা দাবি করে প্রতিনিয়ত মারধর করা হতো তাকে। গত ১ মার্চ রাতে মারধরের একপর্যায়ে চাকু দিয়ে তাকে হত্যা করতে যান নাহিদ। তিনি অচেতন হয়ে পড়লে তার মা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন।
ওই নারী জানান, তাদের সংসারে পাঁচ বছরের একটি সন্তান আছে।
এর আগে গেল ৭ মার্চ খুলনা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) এসআই সফুরা খাতুন খালিশপুর থানার ওসি বরাবর চিঠি লিখে ঘটনার তদন্ত ও সে অনুযায়ী ব্যবস্থা নিতে আবেদন করেন।