মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন বহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি বাসও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন বাসচালক আবু জাহের মিয়া, হেলপার হেদায়েত শেখ ও সুপারভাইজার মো. ইব্রাহিম।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বিয়ানীবাজারগামী একটি বাস আটকে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের মাল বক্সে প্রচুর পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।
তিনি জানান, এ সময় বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা হয়েছে। বুধবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে মামলার উপপরিদর্শক মাসুদ আলম ভুঁইয়া বলেন, ‘নিষিদ্ধ পলিথিনগুলো ঢাকার যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড থেকে তুলে দেয়া হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কোনো নাম-ঠিকানা না দিয়ে তাদের শুধু তিনটি মোবাইল নম্বর দেয়া হয়েছে। বলা হয়েছে এগুলো জুড়ি, বড়লেখা ও বিয়ানীবাজারে যাবে। মোবাইল নম্বর ধরে মালিক খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’