বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই শিশুকে যৌন নির্যাতন, তিন লাখ টাকায় মীমাংসার অভিযোগ

  •    
  • ৯ মার্চ, ২০২১ ২২:৫৪

শিবচর থানা সূত্রে জানা গেছে, দুই শিশুকে জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে পরিত্যক্ত একটি ভবনে নিয়ে যৌন নির্যাতন চালান ৫০ বছর বয়সী এক ব্যক্তি। পরে নির্যাতনের ঘটনাটি জানাজানি হলে ২০ ফেব্রুয়ারি রাতে ওই শিশুদের বাড়িতে সালিশ বসান চেয়ারম্যান জাকির হোসেন। অভিযুক্তকে তিন লাখ টাকা জরিমানা ও ১০টি বেত্রাঘাত করে এলাকা ছাড়ার নির্দেশ দেন সালিশকারীরা।

মাদারীপুরের শিবচরে দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনা তিন লাখ টাকায় মীমাংসার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার রাতে শিবচর থানায় মামলা করেছেন ওই শিশুদের অভিভাবকরা।

শিবচর থানা সূত্রে জানা গেছে, বহেরাতলা ইউনিয়নের দুই মেয়ে শিশুকে জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে পরিত্যক্ত একটি ভবনে নিয়ে যৌন নির্যাতন চালান ৫০ বছর বয়সী এক ব্যক্তি। পরে নির্যাতনের ঘটনাটি জানাজানি হলে ২০ ফেব্রুয়ারি রাতে ওই শিশুদের বাড়িতে সালিশ বসান ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। অভিযুক্তকে তিন লাখ টাকা জরিমানা ও ১০টি বেত্রাঘাত করে এলাকা ছাড়ার নির্দেশ দেন সালিশকারীরা।

থানা সূত্রে আরও জানা যায়, পরে ঘটনাটি জানাজানি হলে সোমবার রাতে শিবচর থানায় বিষয়টি এজাহারে উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে।

সালিশের কথা স্বীকার করে চেয়ারম্যান জাকির হোসেন হাওলাদার বলেন, ‘আমি সালিশে যেতে চাইনি। কিন্তু এলাকার মুরুব্বিরা আমাকে সালিশে ডেকে নিয়ে গেছে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ‘আমরা সালিশ-মীমাংসার খবর পেয়ে দুই শিশুর অভিভাবকদের থানায় ডেকে এনেছি। পরে ইউপি চেয়ারম্যানের সালিশের কথা উল্লেখ করে অভিযুক্তকে আসামি করে মামলা নিয়েছি। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।’

এ বিভাগের আরো খবর