করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ সব স্কুল ও কলেজ আগামী ৩০ মার্চ থেকে খুলতে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলার শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
করোনা-পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় শিক্ষা উপমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ মার্চ থেকে সব স্কুল ও কলেজ খোলার বিষয়ে প্রস্তুতি চলছে। করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার বিভিন্ন ব্যবস্থাও নিচ্ছে।
নওফেল বলেন, ‘উন্নয়নশীল দেশ ও টেকসই উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার বিকল্প নেই। উন্নত বিশ্বের মতো আমাদের ছেলেমেয়েদের ক্ষুদ্র ক্ষুদ্র পেশার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুস ছালামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহাদাত হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জামাল আবু নাছের, ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিমুল্লাহ।