বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিজিবির ধাওয়া, গাছে ধাক্কা খেয়ে বাইকচালক নিহত

  •    
  • ৯ মার্চ, ২০২১ ২০:৪০

নিহত আসাদুজ্জামান সাবুর বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট থানার রামকৃষ্ণপুর গ্রামে। মাদক পরিবহন করছেন, এমন সন্দেহে তাকে ধাওয়া করা হয় বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধাওয়ায় গাছে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় খালিদ হোসেন নামে এক বিজিবি সদস্যও আহত হন।

হাকিমপুর-ঘোড়াঘাট সড়কের হিলির বোয়ালদাড় ব্রিজের কাছে মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান সাবুর বাড়ি ঘোড়াঘাট থানার রামকৃষ্ণপুর গ্রামে। মাদক পরিবহন করছেন, এমন সন্দেহে তাকে ধাওয়া দেয়া হয় বলে জানিয়েছে বিজিবি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মঙ্গলবার বিজিবির সদস্যরা ওই সড়কে নিয়মিত চেকপোস্ট বসান। বেলা ৩টার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় আসাদুজ্জামানকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। এ সময় পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করেন।

ধাওয়া খেয়ে বোয়ালদাড় ব্রিজের কাছে একটি গাছে ধাক্কা লেগে গুরুতর আহত হন আসাদুজ্জামান। বিজিবির গাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে বিজিবি ১৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর