শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে মামা-ভাগনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আমিনুল ইসলাম ও তার ভাগনে আবু সামা। তাদের বাড়ি ঝিনাইগাতি উপজেলার ভালুকা নলকুড়া গ্রামে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সকালে উপজেলার কাপাসিয়া গ্রাম থেকে একটি গরু কিনে আমিনুল ও আবু সামা ভটভটিতে বাড়ি ফিরছিলেন। পথে নাকুগাঁও সড়কের কালিনগর মহল্লার একটি ব্রিজে ধাক্কা লেগে ভটভটিটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা আমিনুল ও আবু সামাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহমা সারওয়াত সালাম জানান, আবু সামার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। হাসপাতালে নেয়ার পথেই আবু সামা মারা যান।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহাম্মেদ বাদল বলেন, ময়নাতদন্তের জন্য আমিনুলের মরদেহ শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভটভটিচালক পলাতক রয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।