গাজীপুর সদর উপজেলায় ১০ বছরের এক মাদ্রাসাছাত্রী রোববার সকালে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক পোশাকশ্রমিককে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত দু্ইটার দিকে ওই শ্রমিককে আটক করে জয়দেবপুর থানা-পুলিশ। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়।
শিশুটির ভাই নিউজবাংলাকে জানান, তার বোন রোববার সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরে। এর পর সে বাড়িতে একা ছিল। এই সুযোগে তার শিশু বোনটিকে ধর্ষণ করেন ওই পোশাকশ্রমিক। সোমবার সন্ধ্যায় আবার ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন পোশাকশ্রমিক। এই প্রেক্ষাপটে বোন তাকে বিষয়টি জানায়। তিনি জয়দেবপুর থানাকে বিষয়টি অবহিত করেন। পরে অভিযান চালিয়ে ওই পোশাকশ্রমিককে আটক করে পুলিশ।
জয়দেবপুর থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম জানান, শিশুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।