বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

  •    
  • ৯ মার্চ, ২০২১ ১৮:৩১

রোকেয়া বেগম ও তার ছেলে ফারুক মোটরসাইকেলে বানিবহের দিকে যাচ্ছিলেন। আলিপুর ইউনিয়ন পরিষদের রসুলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারানোয় রোকেয়া পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়েন।

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা রোকেয়া বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলিপুর ইউপির রসুলপুর এলাকার গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রোকেয়া বেগম সদর উপজেলার বানিবহ এলাকার আইয়ুব আলীর স্ত্রী।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, রোকেয়া বেগম ও তার ছেলে ফারুক মোটরসাইকেলে বানিবহের দিকে যাচ্ছিলেন। আলিপুর ইউনিয়ন পরিষদের রসুলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারানোয় রোকেয়া পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই রোকেয়া বেগম নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক।

ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর