বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, আটক চালক

  •    
  • ৯ মার্চ, ২০২১ ১৭:০৮

সকাল ১০টার দিকে জান্নাত হোসেন ইজিবাইকে নড়াইল জেলার কালিয়া উপজেলা থেকে খুলনার রূপসা উপজেলার সেনেরবাজার এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে যাওয়া হুমাইয়াকে ইজিবাইকটি ধাক্কা দেয়।

খুলনার রূপসায় ইজিবাইকের ধাক্কায় হুমাইয়া মাবিয়া নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইকচালক জান্নাত হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১০ বছর বয়সী হুমাইয়া মাবিয়া দুর্জনীমহলের মুরাদ পেয়াদার মেয়ে এবং দুর্জনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, সকাল ১০টার দিকে জান্নাত হোসেন ইজিবাইকে নড়াইল জেলার কালিয়া উপজেলা থেকে খুলনার রূপসা উপজেলার সেনেরবাজার এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে যাওয়া হুমাইয়াকে ইজিবাইকটি ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সরদার মোশাররফ হোসেন আরও জানান, ইজিবাইকচালক জান্নাত হোসেনকে আটক করা হয়েছে।

ময়নাতদন্ত না করার আবেদনে হুমাইয়ার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর