মামলায় বলা হয়, সোমবার রাতে ভ্যানচালক স্বামীর অনুপস্থিতে প্রতিবেশী ওই ব্যক্তি ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় তাকে স্থানীয় লোকজন আটক করেন। পরে পুলিশে দেয়া হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ওই নারী কোটালীপাড়া থানায় মামলা করেন।
মামলায় বলা হয়, সোমবার রাতে ভ্যানচালক স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী ওই ব্যক্তি ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় তাকে স্থানীয় লোকজন আটক করেন। পরে তাকে পুলিশে দেয়া হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ধর্ষণ মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীর ডাক্তারি পরীক্ষা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শেষ হয়েছে।