পিরোজপুরের ভাণ্ডারিয়ার চরখালি গ্রামে একটি মালবাহী ট্রাক দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারায়। সড়কের পাশে ঝুঁকে থাকা একটি গাছে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় পাশেই একটি পুকুরে মাছ ধরে সড়কে উঠছিলেন কলেজছাত্র মুবিন রাজ বাঁধন ও তার বন্ধু নাজমুল। গাছটি গিয়ে পড়ে তাদের ওপর।
সোমবার ওই ঘটনায় দুজনকেই উদ্ধার করে ভাণ্ডারিয়া হাসপাতালে নিলে মুবিনকে মৃত ঘোষণা করা হয়, আর আহত নাজমুলকে ভর্তি করা হয়।
মুবিন পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং বরিশাল চাখার কলেজের মাস্টার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১০টার দিকে মুবিন ও তার বন্ধু নাজমুল পুকুরে মাছ ধরার প্রস্তুতি নেয়ার জন্য পুকুর পাড় থেকে মূল সড়কে ওঠার সময় গাছ চাপা পড়ে। একটি দ্রুতগতির ট্রাক রাস্তার পাশে ঝুঁকে থাকা একটি গাছে ধাক্কা দিলে গাছটি তাদের ওপর পড়ে। ঘটনাস্থলে মারা যায় মুবিন। তবে তাকে তাৎক্ষণিক ভাণ্ডারিয়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ‘মৃতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।