মেহেরপুরের গাংনী উপজেলায় ইজিবাইককে অতিক্রম করার সময় সামনে থেকে আসা ট্রাকের পাশে ধাক্কা দিয়ে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার বন্ধু।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকেলচালক আহসানের বাড়ি উপজেলার সাহারবাটি গ্রামে। গুরুতর আহত তার বন্ধু উজ্জ্বল হোসেনের বাড়িও একই গ্রামে।
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য ফিরোজ আহমেদ নিউজবাংলাকে জানান, পোড়াপাড়া কাসেম মার্কেটের সামনে একটি ইজিবাইককে অতিক্রম করার চেষ্টা করেন আহসান। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের পাশে ধাক্কা লাগলে তারা দুইজনই পড়ে গিয়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহসানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম কে রেজা জানান, আহত উজ্জ্বলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) কাফিরুল নিউজবাংলাকে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। পরে ট্রাকমালিককে ফোন করা হলে তিনি গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন। উভয় পক্ষের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।