পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার মহিপুর এলাকায় সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল পহলান মহিপুর থানার পাঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে রুবেল তার মোটরসাইকেলে যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে পটুয়াখালীর উদ্দেশে রওনা হন। এরপর তার সঙ্গে পরিবারের আর যোগাযোগ হয়নি।
সকালে মহিপুর এলাকার ইউসুফপুর মহিলা দাখিলা মাদ্রাসার কাছে রাস্তার পাশে ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
পুলিশের ধারণা, পটুয়াখালীতে যাত্রী নামিয়ে কুয়াকাটা ফেরার পথে রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল ৭টার যেকোনো সময় দুর্ঘটনা ঘটেছে। ঘন কুয়াশার কারণেও দুর্ঘটনা ঘটতে পারে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে পরিষ্কারভাবে সব বলা যাবে।