সাতক্ষীরা সদরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শহরতলির আলিয়া মাদ্রাসা মোড়ে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তার বাড়ি সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায়।
মনিরুলের ভাই আবু রায়হান নিউজবাংলাকে জানান, রাতে একটি মোটরসাইকেলে করে আশাশুনি থেকে সাতক্ষীরা শহরে ফিরছিলেন মনিরুল। সঙ্গে ছিলেন বাবুল মণ্ডল নামে তাদের পরিচিত এক ব্যক্তি।
মনিরুল বলেন, সে সময় আলিয়া মাদ্রাসা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।
অবস্থার অবনতি হওয়ায় সোমবার ভোরে মনিরুলকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে নেয়ার সময় পথে তার মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে বাবুল ভর্তি আছেন সাতক্ষীরা সিবি হাসপাতালের আইসিইউতে। অন্য মোটরসাইকেলে থাকা আহত নজরুল ও আতিককে ভর্তি করা হয়েছে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে।
ওসি মো. আসাদুজ্জামান বলেন, মনিরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নেয়া হয়েছে।