নিষেধাজ্ঞা চলাকালে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে মাছধরার দায়ে ১৩ জেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে ৯ জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও চার জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে মেঘনা নদীতে অভিযানে চালায়। সে সময় মাঝির বাজার এলাকায় মাছধরার সময় দুই দফায় ওই জেলেদের আটক করা হয়। জব্দ করা হয় নৌকা, পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর জাটকা স্থানীয় দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে।
জাটকা সংরক্ষণ করে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পদ্মা-মেঘনায় মার্চ ও এপ্রিলে সব ধরনের মাছধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর।