বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘জমি নিয়ে বিরোধে’ ভাইয়ের হাতে খুন

  •    
  • ৮ মার্চ, ২০২১ ১০:৩৪

নিহত ব্যক্তির বাবা জানান, একটি জমি বিক্রি ও এর ভাগ নিয়ে দুই ভাইয়ের বিরোধ চলছিল। এর জেরে রোববার রাতে ছোট ভাইকে কুপিয়ে পালিয়ে যায় তার বড় ছেলে।

সাতক্ষীরার পাটকেলঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার জগদানন্দকাটি গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানান পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মুর্শিদ।

নিহত ব্যক্তির নাম মন্তেজ আলী মল্লিক। তিনি জগদানন্দকাটি গ্রামের আব্দুল মজিদ মল্লিকের ছেলে।

মজিদ নিউজবাংলাকে জানান, তার বড় ছেলের নাম শাহজাহান মল্লিক। দুই ছেলে এলাকার দুটি মোটর গ্যারেজের শ্রমিক ছিলেন। একটি জমি নিয়ে ভাইপো রমজান মল্লিকের সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। জমি নিয়ে মামলাও চলমান।

মজিদ জানান, ওই মামলা চালাতে আড়াই লাখ টাকার মতো লোন জমে যায় তাদের। সেই টাকা পরিশোধের জন্য জমিটি বিক্রি করতে চান তার দুই ছেলে। ওই জমির ভাগ নিয়ে ছেলেদের মধ্যে আবার বিরোধ দেখা দেয়।

মজিদ বলেন, ‘রোববার রাত সাড়ে সাতটার দিকে মন্তেজ বাড়ির গেটের সামনে আসামাত্রই গেটের ভিতরে লুকিয়ে থাকা শাহজাহান তার মাথায় দা দিয়ে কোপ মারে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় শাহজাহান।’

মন্তেজকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে নেয়ার সময় পথে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ওসি ওয়াহিদ মুর্শিদ বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে। মন্তেজের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর