বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাটোরে সাড়ে তিন হাজার শিক্ষার্থী পেল ‘অসমাপ্ত আত্মজীবনী’

  •    
  • ৭ মার্চ, ২০২১ ২০:৫৫

‘বঙ্গবন্ধুর লেখা ‘‘অসমাপ্ত আত্মজীবনী’' বইটি পড়ে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও দেশের ইতিহাস সম্পর্কে জ্ঞানে সমৃদ্ধ হবে। তারা দেশপ্রেমে উজ্জীবিত হবে।'

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন এবং মুজিব শতবর্ষ উপলক্ষে এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

রোববার সকাল সাড়ে ১০টায় নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে মুজিব শতবর্ষ উদযাপন কমিটির এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে সাংসদ শফিকুল ইসলাম শিমুল সাড়ে ৩ হাজার কপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেছেন জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে। সেই সঙ্গে ডিজিটাল হ্যান্ড স্যানিটাইজার মেশিনও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা। ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। কৃতজ্ঞ জাতি শ্রদ্ধায়, ভালোবাসায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছে। বঙ্গবন্ধুর লেখা ‘‘অসমাপ্ত আত্মজীবনী’' বইটি পড়ে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও দেশের ইতিহাস সম্পর্কে জ্ঞানে সমৃদ্ধ হবে। তারা দেশপ্রেমে উজ্জীবিত হবে।'

‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে প্রশ্নের মাধ্যমে কুইজ বিজয়ী ৩০ শিক্ষার্থীর মধ্যে পরে উন্নতমানের ল্যাপটপ ও ট্যাব উপহার হিসেবে দেয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। প্রধান আলোচক ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলামসহ অনেকে।

এ বিভাগের আরো খবর