বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাটকা ধরায় ৪ জেলের দণ্ড

  •    
  • ৭ মার্চ, ২০২১ ২০:১৭

জব্দ ট্রলারের আনুমানিক মূল্য ১১ লাখ ৮০ হাজার টাকা এবং কারেন্ট জালের আনুমানিক মূল্য ৫৯ লাখ ৫০ হাজার টাকা। আর মশারি জালের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৫০ হাজার টাকা।

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরায়চার জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালনা করেন। দুপুরে অভিযান চালিয়ে জেলেদের আটক করে কোস্টগার্ড সদস্যরা।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আবুল হাসেম, আ. রহমান, সম্রাট ও সবুজ।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আসাদুজ্জামান বলেন, ‘রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মতলব উত্তর উপজেলার আমিরাবাদ, কানুদী এলাকায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় জাটকা ধরার সময় চার জেলেকে নৌকাসহ আটক করা হয়।’

এ ছাড়া অভিযানে আরও তিনটি মাছ ধরা ট্রলারসহ ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট ও ১ লাখ ৩০ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়।

জব্দ ট্রলারের আনুমানিক মূল্য ১১ লাখ ৮০ হাজার টাকা এবং কারেন্ট জালের আনুমানিক মূল্য ৫৯ লাখ ৫০ হাজার টাকা। আর মশারি জালের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৫০ হাজার টাকা।

আটককৃত জেলেদের বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে।

এ ছাড়া জব্দ জাল পুড়িয়ে দেয়া হয়েছে। নৌকা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত বলেন, ‘সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে চার জেলের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। জাটকা সংরক্ষণে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।’

এ বিভাগের আরো খবর