বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিকলবন্দি স্বপ্ন

  •    
  • ৭ মার্চ, ২০২১ ১৯:৫৯

বড় ভাই আল আমিন বলেন, ‘এক মাস জাতীয় মানসিক হাসপাতালে ভর্তি আছিল রুহুল। পরে ওইখান থেইকা ওরে বাড়িতে নিয়া আসি। টাকার অভাবে আমরা আর ওর চিকিৎসা করতে পারি নাই। এখনও চিকিৎসা করালে ও ভালো হইয়া যাইব।’

মাদ্রাসা থেকে দাখিলে ভালো ফল নিয়ে পাস করে ভর্তি হয়েছিলেন আলিমে। একদিন ক্লাস করে বাড়ি ফেরার সময় হুট করে মাথা ব্যথা শুরু হয়। পরে মানসিক ভারসাম্যহীনতা। এরপর চিকিৎসার অভাবে শিকলে বন্দি অবস্থায় প্রায় ১০ বছর কেটে গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জাঙ্গির গ্রামের রুহুল আমিনের।

বাবা ইদ্রিস আলী পেশায় রাজমিস্ত্রি শ্রমিক। তিনি বলেন, ‘চার ভাইয়ের মধ্যে রুহুল আমিন তৃতীয়। ক্যানসারে ওর মা মরে গেছে। তিন ছেলেও দিনমজুর। দুইটা টিনের ঘরে সবাই থাকি। কোনো রকমে সংসার চলে। কাম না থাকলে তো খাইতেই কষ্ট হয়, চিকিৎসা করামো কই থেইকা।’

রুহুল আমিনের বড় ভাই আল আমিন বলেন, ‘২০১০ সালে মাঝিনা এলাকার এক মাদ্রাসা থেইকা বাণিজ্য বিভাগে ৪.৮১ পয়েন্ট পাইয়া দাখিল পরীক্ষায় পাস করছিল রুহুল আমিন। পরে ওই মাদ্রাসায় আলিমে ভর্তি হইছিল।’

তিনি বলেন, ‘একদিন মাদ্রাসা থেইকা বাড়িতে আসার সময় রাস্তায় হঠাৎ রুহুলের মাথা ব্যথা শুরু হয়। পরে ঘরে আইসা আমাগো কইছে বেশ কয়দিন ধইরা ওর মাথায় যন্ত্রণা করে। এর কয়দিন পর অকারণেই হাসতে থাকে, আমরা দেখি ওর চলাফেরা কথাবার্তা বদলায় গেছে।’

আল আমিন বলেন, ‘আমরা উপজেলা হাসপাতালে নিয়া গেছি। ডাক্তার কইছে ঢাকা নিতে। পরে ঢাকাও নিছি। এক মাস জাতীয় মানসিক হাসপাতালে ভর্তি আছিল রুহুল। পরে ওইখান থেইকা ওরে বাড়িতে নিয়া আসি। টাকার অভাবে আমরা আর ওর চিকিৎসা করতে পারি নাই। এখনও চিকিৎসা করালে ও ভালো হইয়া যাইব।’

স্থানীয় খবির উদ্দিন বলেন, ‘জাঙ্গির গ্রামের মেধাবী ছাত্র আছিল রুহুল আমিন। মাথা ব্যথা থেইকা পুলাডা পাগল হইয়া গেল। প্রথম দিকে গ্রামে ঘুরাঘুরি কইরা মানুষের লগে উল্টাপাল্টা আচরণ করত, তাই ওর বাপে ওরে শিকল দিয়া আটকায় রাখছে।’

বাদল গাজী নামের আরেকজন বলেন, ‘রুহুল সুস্থ থাকলে এত দিনে ভালো চাকরি করত। তার পরিবারেরও কষ্ট থাকত না।’

মানসিক রোগে আক্রান্ত রুহুল আমিনের বিষয়টি জানানো হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমরা বিষয়টি জানতাম না। সমাজসেবা অফিস থেকে রুহুলের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান জানান, ‘রুহুল আমিনকে শিকলবন্দি থেকে মুক্ত করে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হবে।’

এ বিভাগের আরো খবর