পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আলুবাহী ট্রাক্টরের চাপায় কার্তিক চন্দ্র বর্মণ নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
রোববার দুপুরে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শালডাঙ্গা বাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
কার্তিকের বাড়ি একই ইউনিয়নের মধ্যশিকারপুর এলাকায়।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, কার্তিক দুপুরে মোটরসাইকেলে সাকোয়া বাজারে তার মামাশ্বশুরের বাড়িতে যাছিলেন। পথে শালডাঙ্গা মোড়ে একটি আলুবাহী ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জানান, মরদেহটি থানায় নেয়া হয়েছে।