গাজীপুরের টঙ্গী বাজার মসজিদ মার্কেটের সামনে একটি বাসা থেকে ৩৪৬ বোতল চোলাইমদসহ মো. রুবেল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
র্যাব-১-এর গাজীপুর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রুবেলের বাড়ি রাজধানীর উত্তরার দক্ষিণখানে। গাজীপুরে তিনি একটি ভাড়া বাসায় থাকতেন।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টঙ্গী পূর্ব থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় চোলাইমদের অবৈধ ব্যবসা করছিলেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, রুবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। র্যাবের কাছে এর আগেও একাধিকবার ধরা পড়েছেন তিনি। তার নামে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বিকেলে রুবেলকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।