ষড়যন্ত্রকারীর খপ্পরে ও তাদের উসকানিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিশেহারা হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন তার ভাই আবদুল কাদের মির্জা।
রোববার সকালে বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধু চত্বরে ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের আগে এমন মন্তব্য করেন তিনি।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আজকে দিশেহারা হয়ে গেছেন। কিছু ষড়যন্ত্রকারীর খপ্পরে পড়ে, তাদের উসকানিতে ও মদদে আজকে এখানে তারা সমাবেশ করছে। অথচ আমাদের দল সমাবেশ বন্ধ করেছে।’আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করায় ওবায়দুল কাদের মন:ক্ষুণ্ন উল্লেখ করে কাদের মির্জা বলেন, ‘আমার অপরাধ, আমি কেন শেখ হাসিনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করি। এটাই হচ্ছে আমার অপরাধ। উনি বরদাশত করতেছেন না। সে যোগাযোগ করে, এত বড় সাহস তাকে কে দিছে।’
তিনি বলেন, ‘আমি তো নেত্রীর সঙ্গে প্রথম থেকে যোগাযোগ করে নির্বাচনও করতেছি, সবকিছু করতেছি। আমি এটা থেকে সরতে পারব না। আমাদের শেষ ঠিকানা হচ্ছে নেত্রী। আজকে আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।’
পৌরসভা নির্বাচনের আগে আগে হঠাৎ করেই আলোচনায় আসেন আবদুল কাদের মির্জা। ওবায়দুল কাদেরের ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভা থেকে নির্বাচন করে মেয়রও হয়েছেন। কিন্তু নির্বাচনের আগে আগে দলের কেন্দ্রীয় নেতা ও স্থানীয় কিছু নেতা সম্পর্কে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি।
কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সঙ্গে বারবার তার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাতেও আলাচনায় আসেন তিনি। সর্বশেষ কাদের মির্জা ও বাদলের গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এক সাংবাদিক নিহত হয়েছেন।
পরে গত ২০ ফেব্রুয়ারি কাদের মির্জাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতারা।
সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শনিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগ কাদের মির্জাকে বহিষ্কারের এই সুপারিশ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে। তবে দুই ঘণ্টার ব্যবধানে সেই বহিষ্কার সুপারিশ প্রত্যাহার করা হয়।
বহিষ্কারের বিষয়টি নিয়েও জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ এম খায়রুল আলম সেলিম ও সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরপরও সেখানে পাল্টাপাল্টি কর্মসূচি চলছে কাদের মির্জা ও এমপি একরামুল করিম চৌধুরীর সমর্থকদের মধ্যে।