সাভারের টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে দুর্ঘটনায় শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোনায়েম নিহত হয়েছেন বলে জানিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।
সড়কটির নরসিংহপুর এলাকায় রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার এসআই ফরিদুল আলম।
নিহত মোনায়েম নরসিংহপুর এলাকায় বান্দু গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
ফরিদুল নিউজবাংলাকে বলেন, ‘ভোরে হয়তো নামাজ শেষে ক্যাম্পে ফিরতে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন মোনায়েম। এ সময় বেপরোয়া গতির কোনো একটি পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
ফরিদুল জানান, পরিবহনটি কী তা জানার চেষ্টা চলছে। আর মোনায়েমের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।