কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ৯ জন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন কলাতলী দক্ষিণ আদর্শ গ্রামের মোহনা বেগম ও রাজধানীর উত্তরার শাহাদাত হোসেন।
দুর্ঘটনায় আহত অন্তত ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ওসমান গণি নামে একজনকে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে প্রাথমিকভাবে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন কলাতলী দক্ষিণ আদর্শ গ্রামের টমটম চালক মোজাম্মেল, আবুল কাশেম, জসিম উদ্দিন, নুরুল আলম ও জয়নাল।
প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন জানান, ট্রাকটি কলাতলী ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হোটেল ওয়ার্ল্ড বিচ রির্সোটের সামনের ফুটপাতে উঠে যায়। ওই জায়গাটি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হয়। সেখানে দাঁড়িয়ে থাকা পথচারী ও যানবাহনকে সরাসরি ধাক্কা দেয় ট্রাকটি।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের ডেপুটি হেড আশিকুর রহমান জানান, তারা এখন পর্যন্ত ১০ জন রোগী পেয়েছেন। এর মধ্যে আটজনকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। আরেকজন শারীরিকভাবে আহত না হলেও মানসিকভাবে পর্যুদস্ত হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়েছেন। তাকে আটকে অভিযান চলছে।