বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিয়ের প্রস্তাব দিয়ে মারধরের শিকার, অপমানে আত্মহত্যা

  •    
  • ৬ মার্চ, ২০২১ ২২:৫৩

শুক্রবার সন্ধ্যায় বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম মতি হাওলাদার।

বিয়ের প্রস্তাব দিয়ে মারধরে শিকার হওয়ার অপমান সইতে না পেরে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম মতি হাওলাদার।

তার চাচা মাহতাব হাওলাদার নিউজবাংলাকে বলেন, একই গ্রামের এক তরুণীর সঙ্গে তার ভাতিজা মতি হাওলাদারের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন আগে মতি তার এক আত্মীয়ের মাধ্যমে ওই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু মেয়ের বাবা এ প্রস্তাব ফিরিয়ে দেন।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মেয়ের বাড়ির সামনে মতিকে ঘোরাঘুরি করতে দেখলে মেয়ের বাবা ও ভাইদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মতিকে মারধর করেন।এ ঘটনার পর সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় বাসিন্দা শহিদ খান নদীর পারে মাছ ধরতে গেলে একটি গাছের সঙ্গে মতির মরদেহ ঝুলতে দেখে অন্যদের খবর দেন। রাত সাড়ে আটটার দিকে তালতলী থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি বরগুনা জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউই থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর