চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদ হোসেন রুবেল নামে এক হাজতি নিখোঁজ হয়েছেন।
শনিবার সকাল থেকে ওই হাজতিকে পাওয়া যাচ্ছে না জানিয়ে নগরের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কারা কর্তৃপক্ষ।
নিখোঁজ রুবেল কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে থাকতেন। নগরীর সদরঘাট থানায় একটি হত্যা মামলার আসামি রুবেল ৯ ফেব্রুয়ারি থেকে ওই কারাগারে ছিলেন বলে জিডিতে বলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম কারাগারের এক কর্মকর্তা নিউজবাংলাকে জানান, শনিবার সকালে নিয়মিত বন্দী গণনার সময় রুবেলের অনুপস্থিতির বিষয়টি ধরা পড়ে। এরপর সারা দিন খুঁজেও তার হদিস মেলেনি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, হাজতি নিখোঁজের বিষয়ে বিকেলে জিডি করেছে কারা কর্তৃপক্ষ।
এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম খানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
৬ ফেব্রুয়ারি গভীর রাতে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় ডবলমুরিং থানার মিস্ত্রি পাড়া থেকে ফরহাদ হোসেন রুবেলকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ।
সদরঘাট থানার এসআরবি রেল গেইট এলাকায় গত ৫ ফেব্রুয়ারি গভীর রাতে ব্যবসায়ী আবুল কালাম আবুকে ছুরিকাঘাত করা হয়। পরদিন সকালে হাসপাতালে মৃত্যু হয় কালামের।
এ ঘটনায় কালামের মায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় রুবেলকে। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।