কক্সবাজারের টেকনাফে তিন লাখ ৫০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব।
সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকা থেকে শুক্রবার গভীর রাতে গুরা মিয়া নামেন ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে দুটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
র্যাব-৭-এর উপঅধিনায়ক মেজর মুশফিকুর রহমান নিউজবাংলাকে জানান, হারিয়াখালী এলাকার ফয়েজ উল্লাহ প্রকাশের বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত রয়েছে, এমন তথ্য পেয়ে তারা অভিযান চালান। প্রথমে তারা গুরা মিয়াকে আটক করেন।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রথমে ফয়েজের বাড়ির একটি কক্ষের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। সেখানে পাওয়া যায় দুই লাখ ইয়াবা। পরে মো. ইসমাইল নামের আরেকজনের বাড়ি থেকে জব্দ করা হয় আরও দেড় লাখ ইয়াবা।
মেজর মুশফিক আরও জানান, আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা।
পলাতক ফয়েজ ও ইসমাইলকে আটকে অভিযান চালানো হচ্ছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।