ময়মনসিংহের তারাকান্দায় ও ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শনিবার ভোরে ও বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের তারাকান্দার মোজাহারদি গাছতলা বাজার এলাকায় বিকেলে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।নিহত দুজন হলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাগিচাপাড়া গ্রামের বিজন কৃষ্ণ রায় ও বংশীপাড়া গ্রামের আবুল কাশেম।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছেন পিকআপভ্যানের এক চালক ও তার সহকারী।
পুলিশ জানিয়েছে, উপজেলার কাঁঠালী পল্লী এলাকায় চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দেয় পিকআপভ্যানটি। এতে পিকআপচালক নেত্রকোণা সদর উপজেলার সনুরা গ্রামের কাউসার শেখ ও তার সহকারী যুগাটি গ্রামের ইমরান নিহত হন।
দুর্ঘটনার পর ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ মশিউর রহমান জানান, পিকআপচালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তাদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।