নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রং তৈরির কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে সদর উপজেলার কুতুবপুরে পোলাক পেইন্ট অ্যান্ড কেমিক্যাল কোম্পানিকে এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান নিউজবাংলাকে জানান, কুতুবপুর এলাকায় পোলাক পেইন্ট অ্যান্ড কেমিক্যাল কোম্পানিকে বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া এবং পরীক্ষাগার ও রসায়ন বিশেষজ্ঞ ছাড়া রং তৈরির অপরাধে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ১ লাখ টাকা এবং ৪৫ ধারা অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।