বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুজিববর্ষের মানব লোগো তৈরি করবে বরিশাল সিটি করপোরেশন

  •    
  • ৬ মার্চ, ২০২১ ১৮:১৬

৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, ২৬ মার্চের স্বাধীনতা দিবস ও ২৮ মার্চ শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মবার্ষিকী উদযাপন করবে বরিশাল সিটি করপোরেশন।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ২০ হাজার মানুষ দিয়ে মুজিব জন্মশতবর্ষের মানব লোগো তৈরি করবে বরিশাল সিটি করপোরেশন।

শনিবার দুপুরে নগরীর কালীবাড়ি রোডের সিটি মেয়রের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান।

সংবাদ সম্মেলনে মাসব্যাপী নানান কর্মসূচি ঘোষণা করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

তিনি জানান, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, ২৬ মার্চের স্বাধীনতা দিবস ও ২৮ মার্চ শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মবার্ষিকী উদযাপন করবে বরিশাল সিটি করপোরেশন।

৭ মার্চ নগরীজুড়ে ঐতিহাসিক ভাষণ প্রচার, ১৭ মার্চ সকাল ১০টায় দেয়াল চিত্রাঙ্কন, সাইকেল শোভাযাত্রা, ২৮ মার্চ কীর্তনখোলা নদীতে নৌকাবাইচ, আতশবাজি প্রদর্শন, গণহত্যার চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৩১ মার্চ ২০ হাজার মানুষের সমন্বয়ে মুজিব শতবর্ষের মানব লোগো প্রদর্শন এবং ওই দিন সন্ধ্যায় বঙ্গবন্ধু উদ্যানে নগর বাউল জেমসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে বলেও জানান মেয়র।

সংবাদ সম্মেলনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নইমুল হোসেন লিটু, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এসএম ইকবাল, বরিশাল প্রেস ক্লাবের সহসভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর