বন্ধ থাকার সাড়ে ২৭ ঘণ্টা পর কুষ্টিয়া-রাজবাড়ীর মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে লাইনচ্যুত মালবাহী ট্রেনের পাঁচটি বগিই উদ্ধার করেন রেলের কর্মীরা।
পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শহরের মোহিনী মিল এলাকায় শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে নির্মাণ সরঞ্জাম বহনকারী ট্রেনের ট্রলির সঙ্গে সংঘর্ষে ট্রেন লাইনচ্যুত হয়।
তখন কুষ্টিয়ার পোড়াদহ থেকে রাজবাড়ী গোয়ালন্দ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায় শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটে। প্রথমে পেছনের দিকের ১২টি বগি টেনে এনে রাখা হয় কুষ্টিয়া কোর্ট স্টেশনে। এরপর শুরু হয় ক্ষতিগ্রস্ত ও লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ।
পোড়াদহ-গোয়ালন্দ এবং রাজশাহী-টুঙ্গীপাড়া দুটি রুটে একটি এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন এই পথ দিয়ে দিনে ১০ বার আসা-যাওয়া করে।