মানিকগঞ্জে পাটুরিয়া ফেরি ঘাটে অতিরিক্ত যানবাহন ও ফেরি-সংকটের কারণে সৃষ্টি হয়েছে যানজট। অতিরিক্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে প্রায় দুই কিলোমিটারের দীর্ঘ লাইন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
জিল্লুর রহমান বলেন, ‘ফেরি-সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় শতাধিক যাত্রীবাহী বাস এবং তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায়।
‘এই নৌ-রুটে ১৫টি ফেরির মধ্যে ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি একটি ফেরি মেরামতের জন্য দেয়া আছে। যাত্রীবাহী বাসের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী পণ্যবাহী ট্রাক পার করা হবে।’
তিনি আরও বলেন, ‘যাত্রীবাহী যানবাহনগুলোকে ঘাট এলাকায় এক ঘণ্টার মতো অপেক্ষার করতে হচ্ছে। ফেরির জন্য এবং পাটুরিয়া থেকে দৌলতদিয়া পৌঁছাতে আধা ঘণ্টা সময় লাগছে প্রতিটি ফেরির।’
ফেরি-সংকট দূর হলে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ থাকবে না বলেও তিনি মনে করেন।