কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথে লাইনচ্যুত হওয়া খাদ্যপণ্যবাহী ট্রেনের তিনটি বগি উদ্ধার করা হয়েছে। এখন অন্য দুটি বগি উদ্ধারে কাজ চলছে।
দুর্ঘটনার কারণে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে অচল হয়ে আছে রেললাইনটি।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে রাতভর কাজ করে শনিবার সকাল আটটা নাগাদ তিনটি বগি উদ্ধার করা গেছে। বগিগুলো থেকে গম বের করে খালি করে এবং নিচের রেললাইন মেরামত করে সেগুলো সরিয়ে নেয়া হচ্ছে।
উদ্ধার কাজ পুরোপুরি শেষ করে রেললাইন সচল করতে আরও তিন ঘণ্টার মতো সময় লাগবে বলে জানিয়েছেন প্রকৌশলী আশীষ কুমার মন্ডল।
শহরের মোহিনী মিল এলাকায় শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে নির্মাণ সরঞ্জাম বহনকারী ট্রেনের ট্রলির সঙ্গে সংঘর্ষে এই ট্রেনটি লাইনচ্যুত হয়।
তখন থেকে কুষ্টিয়ার পোড়াদহ থেকে রাজবাড়ী গোয়ালন্দ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম বলেন, ‘প্রথম বগিটা তোলার পর দেখা গেছে এর নিচের রেল লাইনও বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি মেরামত করে তুলতে দ্বিগুনেরও বেশি সময় লেগে যাচ্ছে।’
পোড়াদহ-গোয়ালন্দ এবং রাজশাহী-টুঙ্গীপাড়া দুটি রুটে একটি এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন এই পথ দিয়ে দিনে ১০ বার আসা যাওয়া করে।