পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বসতঘর থেকে রুবেল হাওলাদার নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার মৌডুবি ইউনিয়নের মাঝের দেওর গ্রাম থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রুবেলের পারিবারের সদস্যরা নিউজবাংলাকে জানান, শুক্রবার বেলা দু্ইটার দিকে নিজঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রুবেলকে দেখতে পায় তার ছোট বোন। সে চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে যান। পরে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
রুবেলের মা শাহিনুর বেগম জানান, জুমার নামাজ পড়ে বাড়িতে ফিরে রুবেল। তিনি তখন রান্না করছিলেন। একটু পর রাবেয়ার ডাকে ঘরে ঢুকে রুবেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, ‘পরিবারের সদস্যদের কথা কিছুটা অসংলগ্ন মনে হয়েছে। এ কারণে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালীর ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’