পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার শালবাহান ইউনিয়নের গবরাগছ এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা ঘটে। কৃষক জাহিত হক ওই এলাকারই বাসিন্দা ছিলেন।
শালবাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমান লিটন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে নিজের বোরো খেতে পানি সেচ দিতে যান জাহিত। খেতের মধ্যে পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তিনি।
তার ছেলে জাহিতকে সেখানে পড়ে থাকতে দেখে লোকজনকে খবর দেন। পরিবারের লোকজন স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।